প্রিন্ট এর তারিখঃ মে ১২, ২০২৫, ৫:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১০, ২০২৩, ৪:৫৪ এ.এম
আদার সংকটে গোস্ত রান্নাই যেন অচল

ফরিদপুর প্রতিনিধি।
হঠাৎ করে ফরিদপুর বাজার গুলোতে আদা সংকট দেখা দিয়েছে। গত দুই সপ্তাহ ধরে বাজার আশি টাকা কেজির আদা বিক্রি হচ্ছিল তিন শত থেকে সাড়ে তিনশত টাকা কেজি ধরে।
আজ শুক্রবার বাজারের দোকান গুলোতে আদা নেই ।
শুক্রবার সাকালে একাধিক বাজারে খোঁজ খবর নিয়ে জানা যায়।
বাজিরের আড়ৎদারা বেশি করে আদা আনছে না। কম কম আদা এলে খুচরা দোকানিদের নিকট বেশি দামে বিক্রি করছে।
এদিকে সাধারণ জনগন বাজারে এসে হিমশিম খাচ্ছে।
বাজারের দোকানি ইলিয়াস.ফরহাদ. গর্জন সহ একাধিক খুচরা বিক্রেতারা
জানান মাঝে মাঝে আড়ৎদার মাল কম আমদানি করে বাজারে কৃর্তিম করে দাম বাড়িয়ে ফেলে।
আমারা আড়ৎদার নিকট জিম্মি।
মাঝে মাঝে ভ্রমণমান আদালত পরিচালনা করে জরিমানা করে তার পরেও সুযোগ পেলেই দাম বাড়িয়ে দেয়।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.