নিজস্ব প্রতিবেদক: সারা বাংলা আহলে সুন্নাত হানাফি জামা’আত, মুরশিদাবাদ জেলা সম্পাদক এবং মুবাল্লিগ বাসুবাটি দরবার শরীফ, হুগলি কলকাতা, ভারত কুতুবুল আকতাব শাহান শাহে বেলায়ত, হজরত শাহ সুফি আমানত খান (রহ:) র মাজার শরীফ জেয়ারতে আসেন, এসময় আওলাদে বাবা জান কেবলা ও ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাদা সৈয়দ মৌলানা মোঃ হাবিব উল্লাহ খান মারুফ শাহ মেহমান কে স্বাগত জানিয়ে জেয়ারত শেষে হুজরায় আপ্যায়ন করা হয়। অন্যান্যদের মধ্যে ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত মহাসচিব সাংবাদিক মোহাম্মদ আবু মনছুর, মুফতি সৈয়দ মোঃ ফয়জুল কবির বদরী, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক মৌলানা মুফতি মুহাম্মদ ইউসুফ জিলানী সহ প্রমুখ।