প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৫, ১:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৪, ৫:১৯ পি.এম
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

ফরিদপুর প্রতিনিধিঃ
''অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ , বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ'' এ প্রতিপাদ্যকে সামনে রেখে
ফরিদপুরে ৩৩ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার ( ৩ ডিসেম্বর) ফরিদপুর জেলা প্রশাসন জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্র এবং জেলার এনজিও সমুহের উদ্যোগে সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শোভাযাত্রা ও পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়।
এ অনুষ্ঠানের আয়োজক ছিলেন
ফরিদপুর জেলা সমাজসেবা কার্যালয় , জেলা প্রশাসন প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্র ও এনজিও সংস্থারা ।
ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইয়াসিন কবির এর সভাপতিত্বে এবং জেলা সমাজসেবা অফিসার এস এম সুজাউদ্দিন রাশেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা।
পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে সরকারে কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয় সে দিকেও সরকারকে লক্ষ্য রাখতে হবে। প্রতিবন্ধীদের উন্নয়ন করতে হলে তাদের টেকসই উন্নয়ন করতে হবে এজন্য তাদের প্রশিক্ষণ প্রদান করতে হবে।
অনুষ্ঠান শেষে প্রতিবন্ধী পুনর্বাসন সেবা ও সাহায্য থেকে মোট সাতজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার বিতরণ করা হয়।
এ সময় প্রতিবন্ধী শিশুর অভিভাবকেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.