নিজস্ব প্রতিবেদক : পর্যটন ও মানুষের উন্নয়নে সরকারের পাশাপাশি সহায়ক ভূমিকা পালন করছে দেশের শীর্ষ স্থানীয় হোটেল ডেভেলপার প্রতিষ্ঠান গোল্ডস্যান্ডস গ্রুপ। যার মাধ্যমে বিশ্বাসযোগ্য বিনিয়োগ এখন হাতের মুঠোয়। তাইতো হালাল আয় ও সুদমুক্ত বিনিয়োগের এখনই সময়। বাংলাদেশের পর্যটন খাতের শীর্ষে গোল্ডস্যান্ডস গ্রুপ কক্সবাজার ও কুয়াকাটার প্রাইম লোকেশনে তৈরি করছে আন্তর্জাতিক বিলাসবহুল ফাইভ স্টার হোটেল। সেই সাথে ঢাকার পূর্বাচল ও মাওয়াতে তৈরি করছে দৃষ্টিনন্দন ও আধুনিক নগরায়ন সুপরিকল্পিত ল্যান্ড প্রজেক্ট। একটি ইনভেসমেন্ট হোক একটি প্রিমিয়াম প্রকল্পে। প্রথমবারের মত বিনিয়োগকারীদের জন্য প্যাকেজ ঘোষণা করে গোল্ডস্যান্ডস গ্রুপ।
এর মধ্যে একটি হলো সোনার হরিণ প্যাকেজ। যার মূল্য মাত্র ৩০ লক্ষ টাকা। ইনানী বে মেরিনা (ফাইভ স্টার হোটেল, ইনানী, কক্সবাজার), ৫ ইউনিট এর সর্বসাকুল্য প্যাকেজ মূল্য মাত্র ৩০ লক্ষ টাকা। যেখানে প্রতিটি ইউনিটের মূল্য ৬ লক্ষ টাকা। ১০% ডিসকাউন্টে প্যাকেজ মূল্য থেকে ৩ লক্ষ টাকা কমে ২৭ লক্ষ টাকায় সম্মানিত বিনিয়োগকারীরা ৫টি ইউনিট পেয়ে যাচ্ছেন মাত্র ২৭ লক্ষ টাকায়। ৩০% ডাউন পেমেন্ট ৮ লক্ষ ১০ হাজার টাকা প্রদান করলে অবশিষ্ট থাকা ১৮ লক্ষ ৯০ হাজার টাকা ৪০টি মাসিক কিস্তির মাধ্যমে পরিশোধ করতে পারবেন বিনিয়োগকারীরা। আর মাসিক কিস্তির পরিমাণ মাত্র ৪৭ হাজার ২৫০ টাকা। এক নজরে অন্যান্য প্রজেক্টের প্রাইজসমূহ ঃ গোল্ড সিটি মাওয়ার প্রতি কাঠা মাত্র ১২ লক্ষ টাকা, আমিন সিটি পূর্বাচল’র প্রতি কাঠা মাত্র ১৬ লাখ টাকা, বে হিলস হোটেল (৪ স্টার হোটেল, হিমছড়ি, কক্সবাজার) ১ ইউনিট মাত্র ৩০ লক্ষ টাকা, বে ব্রিজ হোটেল’র (৫ স্টার হোটেল, কুয়াকাটা) ১ ইউনিট মাত্র ৬ লক্ষ টাকা, বে স্যান্ডস হোটেল’র (৫ স্টার হোটেল, কলাতলি, কক্সবাজার) ১ ইউনিট মাত্র ৮ লক্ষ টাকা, দ্য গোল্ড প্যালেস’র (বসুন্ধরা আর/এ) প্রতি বর্গফুট মাত্র ১৫০০০ টাকা। রয়েছে বিশেষ সুবিধা সমূহ: প্রতিটি প্রকল্পই কোম্পানির নিজস্ব জমির উপর নির্মাণাধীন এবং লোকেশনেও সেরা। উচ্চমূল্যমানসম্পন্ন এবং আগামী ৪ বছরের মধ্যে এই প্রকল্পগুলোর মূল্য হবে দ্বিগুণ।, মাত্র ৮ লক্ষ ১০ হাজার টাকা ডাউন পেমেন্টেই আপনি পাচ্ছেন ৩০ লক্ষ টাকার মাল্টিপ্রজেক্টর মূল্যমান সম্পদ।
এই প্রকল্পগুলোর রিটার্ন অন ইনভেস্টমেন্ট (ROI)+ ২০%, এর মাধ্যমে আপনি পাচ্ছেন সাফ-কবলা মালিকানা ও আজীবন হালাল আয়ের নিশ্চয়তা।, স্বচক্ষে প্রকল্প পরিদর্শন করে আপনার ভবিষ্যৎ মালিকানা নিশ্চিত করুন। আর তাই এক বাক্যেই বলা যায়- সুদমুক্ত জীবন, হালাল উপার্জন। আর এই স্পেশাল প্যাকেজ আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ অবদি বহাল থাকবে। এক নজরে অন্যান্য প্যাকেজসমূহঃ টাইগার প্যাকেজ ৪০ লক্ষ টাকা, ওশান গেটওয়ে প্যাকেজ ৫০ লক্ষ টাকা, পদ্মা প্রিমিয়াম প্যাকেজ ৬০ লক্ষ টাকা, ক্রিস্টাল প্যাকেজ ৬৪ লক্ষ টাকা, রুবি প্যাকেজ ৭০ লক্ষ টাকা, মুন স্টোন প্যাকেজ ৮৪ লক্ষ টাকা, ফ্যামিলি প্যাকেজ ৯০ লক্ষ টাকা, রয়েলে প্যাকেজ ৯০ লক্ষ টাকা, এলিট প্যাকেজ ১ কোটি টাকা, গ্রান্ড প্যাকেজ ১ কোটি ২০ লক্ষ টাকা, প্রিমিয়াম প্যাকেজ ১ কোটি ২০ লক্ষ টাকা। স্পেশাল প্যাকেজ অফারসমূহঃ সিলভার প্যাকেজ দেড় কোটি টাকা, গোল্ড প্যাকেজ ৩ কোটি টাকা, ডায়মন্ড প্যাকেজ ৫ কোটি টাকা। গোল্ডস্যান্ডস্ গ্রুপের কর্পোরেট হেড অফিস (৪৭ নাসা হাইটস, গুলশান-১, ঢাকা-১২১২)। স্যুট ক্রয় করতে আজই যোগাযোগ করুনঃ ০১৮৭৭৭-১৫৩৩৩