প্রিন্ট এর তারিখঃ মে ১৭, ২০২৫, ৪:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১০, ২০২৪, ৬:৫৯ পি.এম
আন্দোলনে শহীদ ছাত্র জনতার প্রতি শ্রদ্ধা”ফরিদপুরে যুবদলের

ফরিদপুর প্রতিনিধিঃ
স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে শহীদ ছাত্র জনতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও আইনের শাসন পুনঃ প্রতিষ্ঠায় জেলা যুবদল মত বিনিময় সভা করেছে।
শনিবার ( ১০ ই আগষ্ট) বিকেলে ফরিদপুর জেলা যুবদলের আয়োজনে শহরের শরিয়তউল্লাহ বাজার এলাকায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি মাহাবুল হাসান ভূঁইয়া পিংকু।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক শাহেদা বেগম, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, দেলোয়ার হোসেন দিদার, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আউয়াল খান লালন প্রমূখ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে পিংকু বলেন, নেতাকর্মীদের সব ধরনের বিশৃঙ্খলা পরিহার ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। দীর্ঘ সংগ্রামের পরে এ বিজয় আমাদের ধরে রাখতে হবে এবং এর সুফল সমাজে ছড়িয়ে দিতে হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.