প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৫, ৩:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২, ২০২৩, ৩:৪৮ পি.এম
আপনাগো মতো কিছু মানুষ আছে বইল্লাই আল্লাহ এহনো বাচাই রাখছে

বাজান
রোজা রাইখ্যা কাম করতে পারি না, আর কাম ছাড়া তো আর পেটে ভাত জুটে না
আপনাগো মতো কিছু মানুষ আছে বইল্লাই আল্লাহ এহনো বাচাই রাখছে।
বলছিলাম অত্যন্ত অসহায় দিনমজুর রহিম মিয়ার কথা। যিনি বিভিন্ন রেলওয়ে স্টেশনে কুলির কাজ করেন।
এরকম হাজারো রহিম মিয়া দারিদ্র্যের নিষ্ঠুর কষাঘাতে জর্জরিত হয়ে নিদারুণ কষ্টে দিনাতিপাত করছে প্রতিনিয়ত।
রমজান মাসে বিশ্বের বিভিন্ন দেশে সল্প কাজে উপযুক্ত পারিশ্রমিকের ব্যবস্থা রয়েছে। কিন্তু আমাদের দেশে রমজান আসলেই যেন নিত্যপন্যের দাম লাগামহীন ভাবে বেড়ে যায়, মহাজনদের দেওয়া হাড়ভাঙা খাটুনি যেন বহুগুণ বেড়ে যায়।
সুবিধা বঞ্চিত নিত্য অসহায় মানুষের পাশে দাঁড়ায় একশ্রেণির মানবিক মানুষ। তবে এমন মানুষের সংখ্যা খুবই নগন্য।
বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, মানবিক ও উদার মানসিকতার মহান ব্যক্তিগন নিজ নিজ উদ্যোগ ও প্রচেষ্টায় ছিন্নমূল অসহায় মানুষের কাছে পৌছে দিচ্ছেন তাদের তাদের সামর্থ-সেবা।
১০ম রমজান পর্যন্ত অনেকেই ইফতার সামগ্রী, সেহারী সামগ্রী বিতরণ করে থাকেন। যা ৩-৪ দিনে পরই শেষ হয়ে যায়।
সেই সময়টায় আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী একই সাথে সেহারী ও ইফতার সামগ্রী বিতরণ করার উদ্যোগ নিয়েছি। ইনশাআল্লাহ পবিত্র রমজান মাস ব্যাপী চলমান থাকবে আমাদের এই কার্যক্রম।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.