নিজস্ব প্রতিবেদক: ভোর রাত ৪টা গফরগাঁও রেলওয়ে স্টেশনের উঃ পাশে নিয়মিত হাইজেক করতো যমুনা ট্রেনের যাত্রীদের কে।আর দূষের তীর আসতো স্থানীয় যুব সমাজের উপর।
তাই এবার প্রতিজ্ঞা বন্ধ হয়েছে মোঃ রবিউল আলম পাপ্পু, মোঃ আতিকুল ইসলাম রণি কাজী ও তাদের সহযোগী এবং এলাকার যুব সমাজ তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে সমাজ থেকে,নেশাগ্রস্ত চোর, ডাকাতদের কে চীর বিদায় করতে হবে।তাই আরামের ঘুম কে বিসর্জন দিয়ে কলা কৌশলে রাত জেগে পাহারা দিয়ে ধরতে সক্ষম হয় অপরাধীদেরকে এসময় মিডিয়া,সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গের সামনে থানা পুলিশের হাতে তুলে দেন।পুলিশ অপরাধিদের আটক করে পুলিশের হেফাজতে নিয়ে যায়।
ভোরে যমুনা ট্রেনের যাত্রীদের থেকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতি করতে এসে ধরা পরে এই ৪ ডাকাত চক্র। এই ঢাকা চক্রটি দীর্ঘদিন ধরে রাস্তার বিভিন্ন মোড়ে অপরাধী মূলক কর্মকাণ্ড করে যাচ্ছে। বিশেষ করে যমুনা ট্রেনের যাত্রীদেরকে রাস্তায় আটকে লুটে নিতো মালামাল টাকা-পয়সা হাত ঘড়ি মোবাইল।
গফরগাঁও এর তথা ট্রেনের সকল যাত্রী এবং ভগবতারা রেলওয়ে কর্তৃপক্ষ তাদের এই উদ্যোগ কে সাধুবাদ জানান সকল স্তরের মানুষ সন্তূষ প্রকাশ করেন, এবং থানা পুলিশও।
জনস্রোতের আক্রমণ থেকে বাঁচাতে তাৎক্ষণিক গফরগাঁও পৌরসভার পৌর ছাত্রদলের সাধারণ অফিসে নিয়ে যাওয়া হয়।
সমাজের সূর্য সন্তানেরা বেঁচে থেকো উন্নত শির হয়ে এমনটি আশাবাদী।