প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৪, ২০২৫, ৫:২১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৮, ২০২৪, ৪:৫২ পি.এম
আমাদের লড়াই এখনো শেষ হয় নাই”মোনায়েম মুন্না

ফরিদপুর প্রতিনিধিঃ
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মোনায়েম মুন্না বলেছেন, আমাদের লড়াই এখনো শেষ হয় নাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো দেশে ফিরতে পারেন নাই। তাই তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার জন্য আমাদের রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে।
ফরিদপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে যৌথ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে মোনায়েম মুন্না একথা বলেন।
সোমবার (১৮ নভেম্বর) বিকেলে শহরের অম্বিকা ময়দানে সারাদেশে জেলা ও মহানগর ভিত্তিক সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে এ সভা অনুষ্ঠিত হয়।
বক্তাগণ তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে দিকনির্দেশনামুলক বক্তব্য দেন।
সভায় জেলা ও মহানগর সহ অন্যান্য উপজেলা ও ইউনিয়ন কমিটির শীর্ষ নেতৃবৃন্দ যোগ দেন।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.