অনলাইন ডেস্ক:
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেনকে চুক্তিভিত্তিক একই পদে দুই বছরের জন্য নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার (১৬ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।অবসরোত্তর ছুটি এবং এ সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে এ নিয়োগ পেয়েছেন তিনি।
চলতি বছরের ৬ ডিসেম্বর মাসুদ বিন মোমেনের অবসর উত্তর ছুটি শুরু হওয়ার কথা ছিল।২০১৯ সালের জানুয়ারি মাসে পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.