
ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার গত ২০২২-২৩ অর্থবছরে ৪টি প্রকল্পের প্রায় ৯ লাখ টাকার কাজ না করে আত্নসাতের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিন ইয়াছমিন এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পান্ডের বিরুদ্ধে। এছাড়াও ২০২৩-২৪ ইং অর্থ বছরের আরও দুটি প্রকল্পের দেড় লাখ টাকা হরিলুটের অভিযোগ রয়েছে।
গোপন অনুসন্ধানে জানা যায় , গত ২ অর্থবছরের কয়েকটি অনুমোদিত তালিকা যাচাই করতেই এই অনিয়মের সত্যতা মিলে এই দুই কর্মকর্তার বিরুদ্ধে।
গোপনসূত্রে খোজ নিয়ে জানা যায়, ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য মনজুর হোসেনের অফিসিয়াল প্যাডে গত ২০২২-২৩ ইং অর্থবছরের টিআর এর বিশেষ বরাদ্দের মুজিব শতবর্ষ পার্কের সৌন্দর্য বর্ধনের ২ লক্ষ ৫০ হাজার টাকা, উপজেলা পরিষদের মধ্যে সৌন্দর্য বর্ধনের ২ লক্ষ টাকা , মুজিব শতবর্ষ পার্কের জন্য রাইড ক্রয় এর ২ লক্ষ ৫০ হাজার টাকা এবং উপজেলা পরিষদের ভিতরে আগেই স্থাপিত বঙ্গবন্ধু ম্যুরালের সৌন্দর্য বর্ধন বাবদ ২ লক্ষ টাকা গত ২০২৩ সালের জানুয়ারি মাসের ৩০ তারিখে তৎকালীন জেলা প্রশাসক প্রকল্পগুলি অনুমোদন
করেন। বিধিমোতাবেক পরবর্তীতে উক্ত প্রকল্পগুলি বাস্তবায়নের জন্য একটি করে প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করার নিয়ম রয়েছে। শুধুমাত্র নিয়ম রক্ষার্থে জনপ্রতিনিধিদের নাম ব্যবহার করে একটি প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পান্ডে এবং তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল হক। কিন্তু কোন কাজ না করেই প্রকল্প বাস্তবায়ন কমিটির কাউকে না জানিয়ে ওই টাকা উত্তোলন করে নিজেদের কাছে রেখে দেন তারা। অনুমোদিত প্রকল্প এলাকায় পরিদর্শন করে দেখা যায় কোন প্রকার কাজ সম্পাদন
হয়নি।
এ অভিযোগের ব্যাপারে একটি প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি আবুল বাশার শেখ জানান, “এই প্রকল্প সম্বন্ধে কিছুই জানিনা৷ কোথায় কি কাজ করেছে ? কে সভাপতি তাও আমি জানিনা, আমি কোন টাকা উত্তোলন করি নাই।”
ইউএনও শারমিন ইয়াছমিনের কার্যালয়ে গেলে তিনি জানান , তিনি টাকাগুলো তার কাছে আছে বলে স্বীকার করে সাংবাদিকদের সহায়তা চান যেন দ্রুত এ কাজের সমাধান হয় ।