 
    
‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমাতে আলিয়া ভাটের শাড়ির স্টাইল রীতি মতো বেশ সাড়া ফেলে দিয়েছিল। ফ্যাশনপ্রেমীদের চাহিদার কথা চিন্তা করে আলিয়া ও ফ্যাশন ডিজাইনার মনিশ মালহোত্রা বিশেষ কালেকশন লঞ্চ করেছেন।
বলিউডভিত্তিক অনলাইন পোর্টাল বলিউড হাঙ্গামা এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদন সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (১১ আগস্ট) আলিয়ার শাড়িগুলো কিনতে ওয়েবসাইটে হুমড়ি খেয়ে পড়েছেন শাড়িপ্রেমীরা।
আলিয়ার প্রমোশনাল লুকের শাড়িগুলোর চাহিদা এত বেশি ছিল যে, শুক্রবারই মনিশ মালহোত্রার ওয়েবসাইট ক্রাশ করে। এরপর ওয়েবসাইটি ঠিক হওয়ার পরে শনিবার খুব অল্প সময়ের মধ্যেই শাড়িগুলো বিক্রি হয়ে যায়।
আলিয়ার পরা মোট ৯টি শাড়ি ওয়েবসাইটে লঞ্চ করা হয়েছিল। যার এক একটি শাড়ি বিক্রি হয়েছে ৪৮-৫৮ হাজার রুপিতে।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.