রবিবার, ০৪ মে ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

আসিফ নজরুলকে হেনস্তাকারীদের বিচারের দাবি ডিবেট ফর ডেমোক্রেসির

Reporter Name / ৩২ Time View
Update : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ১২:২৪ অপরাহ্ন

অনলাইন  ডেস্ক:  সুইজারল্যান্ডের জেনেভায় আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলকে হেনস্তার ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও এর সঙ্গে জড়িতদের যথোপযুক্ত বিচার দাবি করেছে ডিবেট ফর ডেমোক্রেসি। আজ রোববার (১০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

তিনি বলেন– সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের রাষ্ট্রীয় সফরকালে এ ধরনের ঘৃণিত অপরাধীদের অতি দ্রুত সংশ্লিষ্ট দূতাবাসের মাধ্যমে চিহ্নিত করতে হবে। একইসঙ্গে সুইজারল্যান্ডের আইন অনুযায়ী আমাদের দূতাবাসকে আইনি পদক্ষেপ নেয়ার আহ্বানও জানান তিনি।

তিনি আরও বলেন, দুষ্কৃতিকারীরা পতিত সরকারের রাজনৈতিক দলের অনুসারী। প্রবাসে বাংলাদেশ সরকারের ভাবমূর্তি ক্ষূণ্ণ করার লক্ষ্যে তারা এই অপকর্ম করেছে। দুস্কৃতিকারীদের এমন কার্যকলাপের দায় জেনেভাস্থ বাংলাদেশ মিশন এড়াতে পারে না।

জুলাই-আগস্টের ছাত্র-জনতার বিপ্লব চলাকালীন ড. আসিফ নজরুলের সাহসী ও দূরদর্শী ভূমিকা জাতি সবসময় মনে রাখবে। জাতীয় মর্যাদা সমুন্নত রাখতে দেশে-বিদেশে যাতে আর কেউ এ ধরনের অপকর্মের পুনরাবৃত্তি করতে না পারে, তার জন্য সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকার আহ্বান জানান কিরণ।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৭ নভেম্বর) আইন উপদেষ্টা আসিফ নজরুল সুইজারল্যান্ডে আওয়ামী লীগের কর্মীদের হাতে হেনস্তার শিকার হন। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একদল আওয়ামী লীগের সমর্থক আসিফ নজরুলকে ঘিরে ধরেছেন। তার সঙ্গে উত্তেজিত ভাষায় তর্ক করছেন। বারবার প্রশ্ন করছেন, ‘আপনি মিথ্যা বলেছেন।’

ভিডিওতে শোনা যায়– আসিফ নজরুল বলছেন, ‘আপনি গায়ে হাত দিচ্ছেন কেন?’ এসময় হেনস্তাকারীদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতেও দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin