
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক ফাইজুর রহমানের বিরুদ্ধে দায়ের করা গুমের মামলা মিথ্যা প্রমানিত হওয়ায়, মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করেছেন ভাঙ্গা উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার ঢাকা- খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার সামনে ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করা হয়।
মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন থেকে ফরিদপুর জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ফাইজুর রহমানসহ উপজেলা সহস্রাধিক নেতাকর্মীর নামে রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানীমুলক মিথ্যা মামলার প্রতিবাদ জানানো হয়। একই সাথে উপজেলা জুড়ে নেতাকর্মীদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের ও দাবি জানানো হয়।
ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী হেদায়েতুল্লাহ সাকলাইনসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।