অনলাইন ডেস্ক:
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে মাঠে নামছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে টস জিতেছেন বাংলাদেশি অধিনায়ক তামিম ইকবাল। ইংলিশদের বিপক্ষে তিনি প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন।
আজ বুধবার (১ মার্চ) মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১২ টায় শুরু হবে প্রথম দিনের খেলা। বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ: জেসন রয়, ফিলিপ সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, জস বাটলার, উইল জ্যাকস, মঈন আলী, ক্রিস ওকস, আদিল রশিদ, জোফরা আর্চার, মার্ক উড।