বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

Reporter Name / ৯৬ Time View
Update : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ৮:৫৮ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক:

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। তবে তৃতীয় ওয়ানডে ম্যাচে জয় তুলে নেওয়ায় টি-টোয়েন্টি সিরিজে বেশ আত্মবিশ্বাসী টাইগাররা। তাই সংক্ষিপ্ত ফরম্যাটের এই সিরিজে জয় দিয়ে শুরু করতে চায় লাল সবুজের প্রতিনিধিরা।

আজ বৃহস্পতিবার (৯ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চোধুরী স্টেডিয়ামে বিকেল তিনটায় ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচটি শুরুর আগে টস জিতেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। তিনি দিবারাত্রির এই ম্যাচটিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন।

গত বছর নভেম্বর মাসে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতে ইংল্যান্ড। এরপর দীর্ঘ চার মাস পর প্রথমবার টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামছে জস বাটলারের দল। সবশেষ ১০ টি-টোয়েন্টি ম্যাচে ইংলিশদের ৯ জয়ের বিপরীতে হার মাত্র একটিতে। সেখানে বাংলাদেশের দুই জয়ের সঙ্গে হার আটটিতে।

সংক্ষিপ্ত এই ফরম্যাটে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-ইংল্যান্ড। অতীতে দুই দল মাত্র একবার মুখোমুখি হয়েছিল। সংযুক্ত আরব আমিরাতে ২০২১ বিশ্বকাপের সেই সাক্ষাতে আধিপত্য বিস্তার করেই জিতেছিল ইংল্যান্ড। এছাড়া আইসিসি র‍্যাঙ্কিংয়েও ইংল্যান্ড যেখানে তিন নম্বরে, সেখানে বাংলাদেশের অবস্থান নয়ে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ১৭০ ম্যাচে মাঠে নেমেছে ইংল্যান্ড। যেখানে ৯২ ম্যাচে জিতেছে ইংলিশরা, হেরেছে ৭২টিতে। অন্যদিকে বাংলাদেশ ১৪৪টি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে ৪৯ জয়ের বিপরীতে হেরেছে ৯২টিতে। তবে গোল বলের খেলা ক্রিকেটে নির্দিষ্ট দিনে যে দল ভালো খেলবে, তারাই শেষ পর্যন্ত জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin