প্রিন্ট এর তারিখঃ মে ১৫, ২০২৫, ৪:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১১, ২০২৪, ৬:৫৯ পি.এম
ইউএনও’র অফিস সহকারীর কোটি টাকার অবৈধ সম্পদ

মোঃ জিয়াউর রহমান নিজস্ব প্রতিবেদকঃ
কুষ্টিয়ার দৌলতপুরে ইউএনওর এক অফিস সহকারীর কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান পাওয়া গেছে। আওয়ামী লীগ সরকার আমলে ওসমান আলী (৩৫) নামে ওই অফিস সহকারীর চাকরিও হয়েছে অনিয়মের মধ্য দিয়ে। এ কারণে বর্তমানে অনেকটা চুপসে গেলেও আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ওসমানের দাপট ছিল চোখে পড়ার মতো। তার বাড়ি দৌলতপুর সদর ইউনিয়নের পচামাদিয়া গ্রামে। নিজ গ্রামেই কিনেছেন অধিকাংশ জমি।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার পচামাদিয়া গ্রামের কৃষক ইব্রাহিম আলীর ছেলে ওসমান আলী ২০১২ সালে অনিয়মের মধ্য দিয়ে ইউএনওর কার্যালয়ে অফিস সহকারী পদে চাকরিতে প্রবেশ করেন। সেসময় এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছিলেন অরুণ কুমার মণ্ডল। হোগলবাড়িয়া ইউনিয়নের মানিকদিয়াড় গ্রামের জালাল উদ্দিনের মেয়ে ফুরকি খাতুন অফিস সহকারী পদে চাকরির সব পরীক্ষায় উত্তীর্ণ হলেও অজ্ঞাত কারণে শেষ পর্যন্ত তাকে বাদ দিয়ে ওসমান আলীকে নিয়োগ দেয়া হয়। চার ভাইয়ের মধ্যে সবার বড় ওসমান। তিনি দুই ভাইকে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। অপর এক ভাইকে জমিজমা দেখাশোনার কাজে নিয়োজিত রেখেছেন। একসময় কোনোমতে চলতো তাদের জীবন জীবিকা। শূন্য থেকে এখন কোটিপতি ওসমান।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওবায়দুল্লাহর বক্তব্য নিতে কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি। অফিস থেকে জানানো হয়, বর্তমানে তিনি ট্রেনিংয়ের জন্য
ঢাকায় অবস্থান করছেন। এ সময় ইউএনও মো. ওবায়দুল্লাহর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.