অনলাইন ডেস্ক:
টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে শুক্রবার (২০ জানুয়ারি) রাত পর্যন্ত আরো চার মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে এই পর্বে মোট পাঁচ মুসল্লির মৃত্যু হলো।
বিশ্ব ইজতেমা দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক মো. আবু সায়েম জানান, শুক্রবার এশার নামাজের পর জিকির করার সময় হঠাৎ অজ্ঞান হয়ে মারা যান ঢাকার কদমতলী থানার আব্দুল হান্নান (৪৫)। ওই দিন রাত ১১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ঢাকার গুলিস্তানের মো. বোরহান (৪৮)। এ ছাড়া সন্ধ্যার দিকে মারা যান গাইবান্ধার আব্দুল হামিদ মণ্ডল (৫৫) ও ঢাকার সাভারের মফিজুল ইসলাম (৫৪)।
এর আগে শুক্রবার মধ্যরাত সাড়ে ৩টার দিকে মারা গিয়েছিলেন বরগুনার আব্দুল আলীমের ছেলে মফিজুল ইসলাম (৭৫)। উল্লেখ্য, রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.