প্রিন্ট এর তারিখঃ মে ১১, ২০২৫, ৪:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৯, ২০২৪, ৬:৫৩ পি.এম
ইসলামী ব্যাংক কামারখালী বাজার আউটলেটের উদ্যোগে গ্রাহক সমাবেশ

মাগুরা প্রতিনিধিঃ ইসলামী ব্যাংক কামারখালী বাজার আউটলেটের উদ্যোগে গ্রাহক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে ইসলামী ব্যাংক কামারখালী বাজার শাখার হলরুমে এই সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক কামারখালী বাজার আউটলেটের ইনচার্জ মো.ইউনুছ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের মাগুরা শাখা প্রধান ও সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. জামিনুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক মাগুরা এজেন্ট শাখার প্রিন্সিপাল অফিসার মো.আলী রেজা। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ কলেজের প্রভাষক মোঃ কলিমুল্লাহ , অধ্যক্ষ কাজী সিরাজুল ইসলাম গার্লস স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মোল্লা আবু সাঈদ, কামারখালী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাওলানা নজির আহমেদ, কামারখালী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রোকনুজ্জামান শেখ।গ্রাহকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা শোয়েব আলী খান সহ আরও অনেকেই। আলোচনা সভারশেষ কামারখালী বাজার ফেরিঘাট মসজিদের খতিব ও বীরশ্রেষ্ঠ উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুস সাত্তারের বিশেষ মোনাজাত পরিচালনা করেন। উক্ত আলোচনা সভায় দুই শতাধিক ব্যাংকের গ্রাহক ও শুভাকাঙ্ক্ষীরা অবস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.