
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।সোমবার (১৯ জানুয়ারি) সকালে রাজধানীর জিয়াউদ্যানের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা।এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান, সালাহউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য নাজিম উদ্দিন আলমসহ কেন্দ্রীয় নেতারা।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজ তার পাশে শুয়ে আছেন আমাদের আরেকজন মহান মানুষ, অপরাজেয় নেত্রী খালেদা জিয়া।তিনি সারাজীবন বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই করে নিজের জীবন উৎসর্গ করেছেন। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য নাম। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন, সংবাদপত্রের স্বাধীনতা ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছেন।
একইসঙ্গে ‘বটমলেস বাস্কেট’ হিসেবে পরিচিত অর্থনীতিকে ভবিষ্যতের সম্ভাবনাময় অর্থনীতির পথে এগিয়ে নিয়েছিলেন। মির্জা ফখরুল বলেন, এই কারণেই আমরা প্রতিবছর তাকে স্মরণ করি। তার দেখানো পথে এগিয়ে গিয়ে একটি উদার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা আরও দৃঢ় অঙ্গীকার করি। নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে নির্বাচন ঘোষণার মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একটি সুযোগ সৃষ্টি হয়েছে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শক্তির পতনের পর ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পুনর্গঠন এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপি ও তার অঙ্গসংগঠনগুলো শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে শপথ নিয়েছে।
নির্বাচন কমিশন (ইসি) নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশনের বিতর্কিত বিষয় নিয়ে আমাদের এখন কিছু বলার নেই। বাছাই প্রক্রিয়ায় কিছু সমস্যা থাকতেই পারে, এটা নতুন নয়। আমরা এখন পর্যন্ত দেখেছি, নির্বাচন কমিশন মোটামুটিভাবে যোগ্যতার সঙ্গেই কাজ করছে। তিনি আরও বলেন, বিএনপির পক্ষ থেকে কিছু সমস্যার কথা নির্বাচন কমিশনের কাছে তুলে ধরা হয়েছে এবং কমিশন সেগুলো বিবেচনায় নেবে বলে তারা আশাবাদী। আমরা বিশ্বাস করি, নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে সক্ষম। নির্বাচনে জামায়াতে ইসলামের পক্ষ থেকে তাদের আমিরকেও যেন বিএনপি চেয়ারম্যানের মতো সুযোগ দেওয়া হয় প্রসঙ্গে তিনি বলেন, তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া বিএনপির দায়িত্ব নয়।
এদিকে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপির মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ের শত শত নেতাকর্মী জিয়াউর রহমানের মাজারে এসে জড়ো হন। বেলা ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর পর্যায়ক্রমে অঙ্গসংগঠনগুলো শ্রদ্ধা নিবেদন করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মাজার প্রাঙ্গণে রক্তদান কর্মসূচি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2026 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.