
মোবারক হোসেন রুবেল, ধর্মপাশা : সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, জামালগঞ্জ, তাহিরপুর ও মধ্যনগর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী রনজিত চন্দ্র সরকার বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় গত টানা ১৫বছরে বঙ্গবন্ধুর কন্যা মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে স্বাস্থ্য,শিক্ষা, যোগাযোগের ক্ষেত্রে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। হাওর এলাকার মানুষজনদের জন্য শতভাগ বিদ্যুৎ নিশ্চিত করেছেন। পিছিয়ে পড়া অর্থনীতিকে এগিয়ে নিয়ে বাংলাদেশকে মধ্যম আযের দেশে পরিণত করেছেন।এখন বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে ও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে ৭জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য তিনি উদাত্ত আহ্বান জানান।
তিনি আরও বলেছেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সেবার জন্য আমার হাতে নৌকা তুলে দিয়েছেন। আমি আপনাদের সুখে দুখে দুখে পাশে ছিলাম,এখনো আছি,ভবিষ্যতেও থাকব। সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরের বঙ্গবন্ধু চত্বরে বৃহস্পতিবার (৪জানুয়ারি) বেলা দুইটার দিকে ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবদুল হাই তালুকদার এই সভায় সভাপতিত্ব করেন। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট আবদুল করিম।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিসের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নাসরিন সুলতানা দিপা, জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট গোলাম কিবরিয়া, বীর মুক্তিযোদ্ধা এটি এম নাজিম উদ্দিন আল আজাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ,মোকাররম হোসেন,সাংগঠনিক সম্পাদক দেনিয়ার হোসেন খান পাঠান,মজিবুর রহমান,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জুবায়ের পাশা হিমু, জয়শ্রী ইউপি চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী,আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান সেলিম আহমেদ, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম প্রমুখ।