রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

উৎসবমুখর পরিবেশে কুমড়ী উচ্চ বিদ্যালয়ের ২৯তম সাংস্কৃতিক অনুষ্ঠান

Reporter Name / ২ Time View
Update : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন

আব্দুর রহমান স্টাফ রিপোর্টারঃ নেত্রকোনার কুমড়ী উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বিদ্যালয়ের ২৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ ছিল প্রাণবন্ত ও মুখর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ খলিলুর রহমান, অতিরিক্ত পিপি, জেলা ও দায়রা জজ আদালত, নেত্রকোনা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল ইসলাম ফকির। বক্তব্যে তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে তাদের মেধা ও শারীরিক দক্ষতার পরিচয় দেয়। প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এতে শিক্ষার্থীদের পরিবেশনায় গান, নৃত্য ও আবৃত্তি দর্শকদের মুগ্ধ করে। অনুষ্ঠানের শেষ পর্বে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin