প্রিয় গফরগাঁও ও পাগলা বাসী
..................................…......
দল মত নির্বিশেষে সকলকে শ্রেনীমত সালাম ও শুভকামনা জানাই।আজ দুঃখ্য ভারাক্রান্ত মনে এই সামাজিক মাধ্যমে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হতে পেরে আমি নগন্য ধন্য মনে করছি। প্রথমেই আমি স্বাধীনতা যুদ্ধের সকল শহীদান ও গনতান্ত্রিক এবং বাক স্বাধীনতা পুনরুদ্ধারের সকল আন্দোলনের শহীদানদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে সামান্য অন্তঃসার ব্যক্ত করার অনুমতি আরজ করছি।
প্রিয় ভাই ও বোনেরা আমরা অনেকেই অবগত যে, বাংলাদেশের বাস্তবতায় রাজনীতির জটিল খেলায় নিজেকে সম্পৃক্ত করে কত যে লাঞ্ছনার সম্মুখীন হয়েছি তা বর্ননা করলে কয়েক বছর লাগবে। আপনাদের সাথে চলার পথ পরিক্রমায় বহু অভিজ্ঞতা সঞ্চয়ের এক পর্য্যায়ে আপনাদের সরাসরি ভোট প্রদানের মাধ্যমে আমাকে গফরগাঁও পৌরসভার ছোটখাটো সেবক নির্বাচিত করেছিলেন। সে জন্য আমি এবংআমার পরিবার আপনাদের কাছে কৃতজ্ঞ। ভানবনিতা না করে মুদ্দা কথাই আসতে চাই.............…..............
রাজনীতি করতে যেয়ে ও শৈশবের সুপ্ত বাসনার নিরিখে গফরগাঁওয়ের সকল শ্রেনী পেশার মানুষের লালিত স্বপ্ন বাস্তবায়নের নেশায় মত্য হয়ে গফরগাঁও সরকারি মহাবিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা আমার মরহুম দাদা হাজী আহাম্মদ আলী ও আমার পিতা আপনাদের দেওয়া হক বিচারক খ্যাত ভাষাসৈনিক আলহাজ্ব আমিনুল হক ( চাঁনু মিয়া) সাহেবের রেখে যাওয়া সম্পওি বর্তমান বাজার মূল্যমান প্রায় শত কোটি টাকার মূল্য হবে বেহাত করেছি শুধু আপনাদের মাঝে নিজেকে প্রতিষ্ঠার প্রতিক্ষায়। কিন্তু বড়ই দুঃখ হয় একটি বিশেষ পরিবার গফরগাঁওয়ের মানুষের রক্ত শোষণকারী তথাকথিত গোলন্দাজ পরিবারের দ্বারা আপনাদের উপর টানানো ভন্ডামীর চাদরটি ছিন্ন ভিন্ন করে আজ পর্য্যন্ত আপনাদেরকে মুক্ত করতে পারলাম না এটা আমার বড়ই ব্যর্থতা। লজ্জা হয় আজ ঐ কুলাঙ্গার গফরগাঁওয়ের নিজ দলীয় নেতা কর্মী সহ ভিন্ন মত পোষণকারী পরিবারকে ছিন্ন ভিন্ন করে তাদের ঘর বাড়ি ভেঙে গফরগাঁওকে নরকে পরিনত করা দূর্নীতিবাজ বাবেল গোলন্দাজ আজ বিদেশের মাটিতে বসে নীতি কথা বলে, আর কিছু অবুঝরা বাহাবা দেয়........... …!!!
আজ বলতে চাচ্ছি যে, এ হায়ানার কারণে আমার পরিবার সহ কত হাজারো পরিবার ছন্নছাড়া হয়েছে এর কোন ইয়ওা নেই।
তাই আজ দলমত নির্বিশেষে বিশেষ করে গফরগাঁওয়ের বিএনপি সহ সকল পক্ষকে অনুরোধ করব নৌকার নিরীহ পরিবারের উপর দয়া করে কোন নির্যাতন করবেন না বা ভূয়া মামলার আসামী করবেন না যদি করেন তাহলে আপনারা হবেন খুনী, দূর্নীতিবাজ, সজ্জন পরিবারের সন্মান লুন্ঠনকারী বাবেলের প্রতিছব্বি।
আজ এ পর্য্যন্তই সকলকেই মনে রাখতে হবে নিয়তি কাউকে ক্ষমা করে না।
রাজনৈতিক পথ পরিক্রমায় ও মেয়র হিসাবে দায়িত্ব পালনে যদি কোন ভূল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখলে চির কৃতজ্ঞ থাকব। পরিশেষে আল্লাহ পাকের দরবারে আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করছি।
আল্লাহ পাক আমাদের সহায় হউন আমিন।