প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৯, ২০২৫, ১২:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১১, ২০২৪, ৬:৩১ পি.এম
এম কে কবির আহমেদ” প্রবাস থেকে

কত প্রিয়জন আমাদের জীবন থেকে হারিয়ে যায়....
কতটুকু বাঁচবো, আর কতদিনই বা বাঁচবো??
- ৬০ বছর? বড়জোর ৭০ না হয় ৭৫ বছর! খুব লাকি হলে ৮০+!
এক বছরে ৩৬৫ দিন হয়!
খুব বেশি সময় নিয়ে আসিনি তো!
টিক টিক করে সেকেন্ড কিন্তু চলে যাচ্ছে! মৃত্যু খুব সন্তর্পণে এগিয়ে আসছে!
টুপ করে হাতে জমে থাকা সব সেকেন্ড , সব দিন শেষ হয়ে যাবে!
একজন মানুষের কাছে যখন অফুরন্ত টাকা থাকে তখন তাকে টাকার বিলাসিতা মানায়!
যার কাছে কয়েকশো টাকা আছে তাকে কিন্তু টাকার বিলাসিতা মানায় না!
আয়ু যদি কয়েক হাজার বছর হতো তাহলে সময়ের বিলাসিতা আমাদের মানাতো!
এতো অল্প দিনের জীবনে হিংসা, বিদ্বেষ, রাগ, অভিমান, উষ্কানী মূলক কাজ-কর্ম, সম্পত্তি নিয়ে রেষারেষি, ঘৃণা, কষ্ট, মন খারাপ - এই সব ব্যাপারস্যাপার গুলোতে সময় নষ্ট করে কি লাভ?
নিজেকে সময় দাও,
ভালো বই পড়ো,
টুক করে বেড়িয়ে পড়ো চমৎকার কোন জায়গায়!
রাত জেগে আকাশ দেখো!
ভোরের সূর্যোদয় দেখো!
সন্ধ্যায় পাখিরা কিভাবে ঘরে ফেরে সেটা দেখো!
নদীর ঢেউ অনুভব করো!
ভরা পূর্ণিমাতে এবং ভরা অমাবস্যায় তীব্র জোয়ারে ফুসে ওঠা সাগরকে দেখো!
প্রতিদিন কিছুটা সময় কোন শিশুর সাথে থাকো ! নিষ্পাপ আনন্দের উচ্ছলতা দেখো !
অন্তত একজন মানুষকে ভালো থাকার রসদ যোগাও!
স্রষ্টাকে স্মরণ করো,
কাউকে প্রাণ ভরে ভালবাসো- কাউকে ভালবাসার সুযোগ করে দাও।
পৃথিবী কতো সুন্দর সেটা অনুভব করো।
নি:শ্বাস কতোটা সুন্দর সেটা অনুভব করো।
আর....জীবনকে ভালবাসো।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.