প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৫, ৭:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৫, ২০২৪, ১২:০৩ পি.এম
এস আই রুবেল ওসির কথা বলে থানায় ডেকে এনে ১১ ঘন্টা পর গ্রেফতার করে

নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলা ৫ নং গাজীরভিটা ইউনিয়নের সূর্যপুর গ্রামের ফজিলাতুন্নেছা কওমি মহিলা মাদ্রাসার মুহতামিমকে এস আই রুবেল ওসির কথা বলে দুপুরে থানায় নিয়ে আসেন এস আই এর শর্ত না মানায় রুবেল নিজে মামলা লিখে গ্রেফতার দেখায়। ভুক্তভোগীর পরিবারের লোকজন এবং মাদ্রাসার ছাত্রীদের কাছ থেকে জানা যায় প্রতিহিংসার শিকার আঃগাফ্ফার। এস আই রুবেল ১৪/০৫/২৪ইং তারিখ বেলা আনুমানিক ২ঘটিকার সময় আমাদের মাদ্রাসায় হানা দিয়ে ছাত্রী ও শিক্ষিকা দের কে আকথ্য ভাষায় গালাগাল করে এবং রাত্রে হালুয়াঘাট থানায় তার সাথে দেখা করতে বলে যায়। পরিবারের লোকজন থানায় দেখা করতে গেলে এস আই রুবেল ও দালাল সোর্স সাইফুল ইসলাম এর মাধ্যমে এক লক্ষ টাকা চাঁদা দাবি করে । টাকা দিতে অস্বীকার করলে পরদিন রুবেল তার সোর্স কে সাথে নিয়ে দুপুর ২ ঘটিকার সময় বাড়িতে এসে মাওলানা আব্দুল গাফফারকে দুপুরের খানা থেকে উঠিয়ে নিয়ে হালুয়া ঘাট থানা ওসির কথা বলে থানায় নিয়ে যায়।
দুপুর থেকে রাত দশটা পর্যন্ত চলে বিভিন্ন আনাগোনা,আলোচনা একপর্যায়ে হালুয়াঘাট থানার দ্বিতীয় তলা ভারতীয় আটকৃত চিনি র বস্তার মাঝে হেলান দিয়ে মামলা রজু হয়েছে বলে এস আই রুবেল। আসামী হেফাজতে রাখতে কিছু টাকা দাবি করলে গফফারের পক্ষ থেকে তাৎক্ষণিক চার হাজার টাকা এসআই রুবেলের হাতে দেওয়া হলে থানার দ্বিতীয় তলায়। এসআই রুবেল বলেন এই টাকা দিয়ে কি হবে ওসি স্যার কে দিতে হবে নইলে আপনাদের আসামিকে বেইজ্জতি করা হবে । আগামীকাল সকাল আসামি থানা থেকে নেওয়ার পূর্বে আরো ছয় হাজার টাকা দিবেন এই শর্তে রুবেল গাফফার এর পরিবারকে থানা থেকে বিদায় দেন। আব্দুল গাফফার গ্রেফতার হলো কিনা এই ব্যাপারে তাৎক্ষণিক থানা ওসি ইনচার্জ এর কাছে জানতে চাইলে ওসি বলেন তাকে নিয়ে একদিন আলোচনা হয়েছে তাকে ছাড়া যাবে না।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ এক লক্ষ টাকা না দেয়ায় রুবেল এমন আচরন করে আমাদের সাথে।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.