প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৫, ৯:১২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৫, ২০২৩, ৬:২১ পি.এম
কটিয়াদীর করগাঁও এ মোবাশ্বির মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
আব্দুর রউফ ভূঁইয়া: বিশেষ প্রতিনিধি, কিশোরগঞ্জ।
"ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল খেলার রাজা ফুটবল" এই স্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার ০৪ টা জানুয়ারি ২০২৩ ইং সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার ঐতিহ্য বাহী করগাঁও ইউনিয়নের উত্তর বাট্টায় মোবাশ্বির ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত মোবাশ্বির মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। উক্ত টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন কটিয়াদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম সিকদার, এই উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুস মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মোঃ নাদিম মোল্লা, অনুষ্ঠানে বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক পত্রিকার বিশেষ প্রতিনিধি সাংবাদিক আব্দুর রউফ ভূঁইয়া ছাড়াও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত উদ্ভাবনী ফুটবল টুর্নামেন্টে অংশ গ্রহণ করে লায়ন্স স্পোর্টিং ক্লাব করগাঁও, এবং উওর অষ্ট ঘড়িয়া বিজয় তরুণ যুব সংঘ আচমিতা।খেলায় লায়ন্স স্পোর্টিং ক্লাব করগাঁও উওর অষ্ট ঘড়িয়া বিজয় তরুণ যুব সংঘ আচমিতা কে ট্রাইবেকারে দুই গোল করে বিজয়ী হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.