প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ১২:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৪, ২০২৪, ১০:৫০ এ.এম
কবিতা’’’’কৃষক,,

কবিতা’
এফ এম কামাল
সূর্য মামা রাগটা থামাও
মানুষ মরছে ডরে,
বাহির পানে যাচ্ছে সবাই
থাকছে না কেউ ঘরে।
ধান গোছাতে ব্যস্ত কৃষক
উপায় কি আর আছে?
মাথার ঘাম পায়ে ফেলেই
থাকছে ধানের কাছে।
সোনার ধানে ভরবে গোলা
এই আশাটাই মনে,
এই গরমকে দূরে ঠেলেই
মিলছে ধানের সনে।
বৃষ্টি বাদল চায় না তারা
যদিও যাচ্ছে প্রাণ,
রোদের তাপ সহ্য করেই
কাটছে সোনার ধান।
কৃষি প্রধান বাংলাদেশে
কৃষক দেশের প্রাণ,
এসি র বাতাস খায়না তারা
নিচ্ছে ধানের ঘ্রাণ।
সালাম জানাই সব কৃষকদের
বাড়িয়ে দেই হাত,
ভালোবাসার কথা বলি
যাবে না তো জাত।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.