চলতে গিয়ে হোঁচট খেলে আমরা ডাকি কাকে?
কষ্টে যখন জীবন চলে জীবন মরণ যন্ত্রণাতে
আমরা ডাকি কাকে?
স্বরণ করি যাকে,
জনম দুঃখি মাকে।
হাত পা শরীর কেটে গেল ও
মা, বলে ডাকি কাকে?
বিপদ আসলে কান্না আসে শোক সাগরে মনটা ভাসে
আমরা ডাকি কাকে?
স্বরণ করি যাকে, জনম দঃখি মাকে।
মোদের আবার খুশির দিনে শখের কোনো জিনিস কিনে
জন্ম দেওয়ার কোটি ঋণে আগে হাসাই যাকে,
আমরা ডাকি কাকে?
শোধ করিবার ফাঁকে জনম দুঃখি মাকে।
প্রবাস থেকে ফিরলে বাড়ি
লাগেজ সুটকেস ছুঁড়ে মারি বিদেশ থেকে
কিনছি শাড়ি মা পড়েন জলদি করি
মুচকি হেসে আগলে ধরি কাকে?
জনম দুঃখি মাকে।