 
    
     প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১, ২০২৫, ১২:২২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২৪, ৬:১৪ পি.এম
 কবিতা:- জানুয়ারী সমাচার” কবি, ইহ্তিশামুল হক জাওয়াদ 
  
    
    
    
কবিতা
ইসায়ী সনের পয়লা মাস জানুয়ারী, তুমি বর্ষের শুরু,
 
তুমি কি আসিবে ফিরে, আবার মোদের তরে,
শত শত দিন পরে।
 
আসিলে তোমায় জানাবো স্বাগত, সকলেই দলে দলে,
শত দুঃখ বেদনা ভুলে।
 
জানুয়ারী তুমি আবার আসিতে ভুলিবেনা,
তুমি না আসিলে, নববর্ষ তো আসিবেনা।
মোদের হৃদয়, পরান খুলিয়া হাসিবেনা।
 
তুমি না আসিলে আনন্দ হবে মাটি,!
ধরনীটা হবে দুঃখ বেদনার ঘাঁটি।
 
জানুয়ারী তুমি ইসায়ী সনের পয়লা মাস,
তাই ঘুরেফিরে এই ধরাপানে পয়লা আসা শুধু তোমারই কাজ
 
হে জানুয়ারী!
তুমি না আসিলে নববর্ষ তো ধূলিস্যাৎ,
তুমি না আসিলে বিনামেঘে হবে বজ্রপাত।
 
তুমি না আসিলে মোদের হৃদয়ে হবে যে, রক্তক্ষরণ,
তুমি না আসিলে নববর্ষকে কিরুপে করিবো বরণ।
 
জানুয়ারী তুমি নববর্ষ কে ভুলিবেনা।
তাহলে তো তুমি আবার আসিতে পারিবেনা।
 
জানুয়ারী তুমি এই কথাখানি রাখিও হে সদা স্বরণ,
তাহলে তুমি বুঝিতে পারিবে,
ফিরিয়া আসিবার কারন।
 
হে জানুয়ারী!
তুমি কাহারো বানোয়াট বুলি শুনিবেনা,
জানুয়ারী তুমি নববর্ষ তে আবার ফিরিয়া আসিতে ভুলিবেনা।
 
 
 
 
 
 
 
 
    
    
         
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
        
        
         Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.