প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৫, ৬:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৫, ২০২৪, ৫:১১ এ.এম
কবিতা” ”বৃষ্টিতে শান্তি” কবি এফ আর কামাল !

কেঁদেছে আকাশ ঝরেছে বারি
ঠান্ডা হয়েছে দেশ,
তাপদাহ কমেছে এবার
খুশির নাই তো শেষ।
শুকরিয়া আদায় করি
বলি,আলহামদুলিল্লাহ্
সবকিছুই যাঁর নিয়ন্ত্রণে
তিনিই মহান আল্লাহ।
গরম গরম করে সবাই
মরছে ক'দিন ধরে,
এক বৃষ্টিতে গরম গেলো
দেশটা ছাড়ি দূরে।
ঠান্ডা হাওয়ায় শীতল হয়েছে
আমজনতার প্রাণ,
মন খুশীতে কাটছে কৃষক
সোনার বাংলার ধান।
কষ্ট হলেও মানিয়ে নিচ্ছে
স্বস্তি আসছে ফিরে,
কাজ করছে ধানের ক্ষেতে
খুশির বন্যার জোরে।
ব্যাঙ ডাকছে মুখ ফুলিয়ে
জমছে যেথায় পানি,
সূখের পরশ একটু পেয়ে
বিলাচ্ছে শান্তির বাণী।
সারি সারি সবুজ বৃক্ষও
হাসছে সুখের হাসি,
তাই তো মোরা বিধাতাকে
এতো ভালোবাসি।
সূর্য মামার রাগ কমেছে
দিবে না আর তাপ,
আল্লাহ তুমি ভালো রেখো
মোচন করে পাপ।
এক বৃষ্টিতেই এতো শান্তি
সুখ বিলাসে মরি,
চলো সবাই আল্লাহকে
সদায় স্মরণ করি।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.