প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৫, ১১:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৫, ২০২৪, ৫:২৯ এ.এম
কবিতা” মূর্খ স্বামীর শিক্ষিত বউ”কবি এফ আর কামাল”

বিয়ে হলো এই তো সেদিন
নতুন বউয়ের বায়না,
কিনতে হবে বিদেশী সব
স্নো,পাউডার, আয়না।
নতুন বউয়ের মেজাজ গরম
ভয়ে কাতর স্বামী,
কথায় কথায় ঝগড়া করে
সে নাকি খুব দামি।
দামি বটে শিক্ষিত বউ
ইংরেজি কয় মুখে,
মূর্খ স্বামী কি আর করবে?
কাঁদে মনের দুখে।
শাড়ি গয়না সবই আছে
তবুও আরও চায়,
কোন কিছু বলতে গেলেই
বেজায় ধমক খায়।
মূর্খ স্বামীর মুখ ফোটে না
দেখে দু'চোখ ভরে,
নতুন বউয়ের বিলাসী রূপ
মুখ খুলে না ডরে।
রূপের বাহার সর্ব অঙ্গে
আচরণে সব ভুল,
সারা বাড়ি ঘুরে বেড়ায়
ছেড়ে মাথার চুল।
স্বামী সে তো রাগে মরে
প্রকাশ করে কম,
শিক্ষিত বউ খেতে চায়
শুধু রসমালাই, চমচম।
মূর্খ স্বামীর মহা বিপদ
বুঝে না বউয়ের মন,
কেমন করে মন জোগাবে
হবে বউয়ের প্রিয়জন?
শিক্ষিত বউ ঠারে বুঝে
বিরক্ত তার স্বামী,
এসব বুঝেও সদায় বলে
আমি খুবই দামি।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.