কর্ণফুলী-চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম(সিএমপি) কর্ণফুলী থানা পুলিশের বিশেষ অভিযানে যুবলীগের সদস্য মুহাম্মদ মহসিন (৩৬) গ্রেফতার। শুক্রবার (২৮ফেব্রুয়ারি) কর্ণফুলী থানা(সিএমপি) চরলক্ষ্যা ইউনিয়নের ২নং ওয়াড় আফজউল্লাহ মুন্সীর বাড়ি মুহাম্মদ ইয়াছিনের পুত্র মুহাম্মদ মহসিন (৩৬)কে কর্ণফুলী থানা পুলিশ বিশেষ অভিযানে গ্রেফতার করেছে বলে নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ(ওসি) মুহাম্মদ শরীফ।
কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগে মুহাম্মদ মহসিন কে গ্রেপ্তার করে চান্দগাঁও থানায় সোপর্দ করা হয়। সেখানেই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।