বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
গৌরীপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী গৌরীপুরে পালিত গৌরীপুরে বয়স্কভাতা উপকারভোগীদের তালিকা হালনাগাদ মেট্রোরেলে দুর্ঘটনায় নিহতের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল ভুয়া ১২৭ জুলাইযোদ্ধাদের তালিকা প্রকাশ করল সরকার নভেম্বরে গণভোট না হলে সব নির্বাচনেই চাপ পড়তে পারে: তাহের দুর্বল হয়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘মোন্থা’, নামল সতর্কসংকেত যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের হামলা, ১৮ ফিলিস্তিনি নিহত সাংবাদিকতায় চাকরির নিশ্চয়তা প্রায় নেই বললেই চলে : উপ-প্রেস সচিব লরির ধাক্কায় উল্টে গেলো ট্রেনের ইঞ্জিন, নিরাপত্তা কর্মী নিহত মন্থা প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত, হুঁশিয়ারি সংকেত অব্যাহত
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

প্রফেসর ড.লেঃ কর্ণেল নাজমুল আহসান কলিউল্লাহ বিএনসিসিও কে নাগরিক কমিটির সংবর্ধনা

Reporter Name / ১৬৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫, ২:০১ অপরাহ্ন
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক:

প্রফেসর ড. লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতিপ্রাপ্ত বাংলাদেশের কৃতি অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ প্রকৃত অর্থে একজন সৎ, দক্ষ এবং প্রতিভাবান শিক্ষক। তার নীতি- নৈতিকতা ও আচার-আচরণ অনুকরণীয়। গত শুক্রবার নাগরিক সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন সৌদি আরবের সাবেক রাষ্ট্রদূত গোলাম মসিহ। অধ্যাপক ড. লে. কর্নেল নাজমুল আহসান কলিমউল্লাহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর এবং জানিপপের চেয়ারম্যান হিসেবে সুপরিচিত এই বরেণ্য শিক্ষককে সংবর্ধনা দেয় পুরাতন ঢাকাবাসী নাগরিক সংবর্ধনা কমিটি। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সৌদি আরবের সাবেক রাষ্ট্রদূত গোলাম মসিহ।

তিনি বলেন, “লেফটেন্যান্ট কর্নেল কর্নেল (অব.) নাজমুল আহসান পদে পদোন্নতিপ্রাপ্ত বাংলাদেশের কৃতি অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ প্রকৃত অর্থে একজন সৎ, দক্ষ এবং প্রতিভাবান শিক্ষক। তার নীতি- নৈতিকতা ও আচার-আচরণ অনুকরণীয়। জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ বলেন, “ড. কলিমউল্লাহ একজন বহুমুখী প্রতিভার অধিকারী। কবি মুজতবা আহমেদ মুরশেদ তাকে তিনি “সচেতন ও দূরদর্শী রাজনীতি বিশ্লেষক” হিসেবে অভিহিত করেন। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সাবেক ট্রেজারার এয়ার কমোডর (অব.) ড. আব্দুস সামাদ আজাদ বলেন, “শিক্ষা, রাজনীতি, সংস্কৃতি ও সাংবাদিকতা, সবক্ষেত্রেই তার সমান পদচারণা অনুসরণীয়। পুরাতন ঢাকাবাসী নাগরিক সংবর্ধনা কমিটির সভাপতি তারেক আদেল বলেন, “অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ মত বহুমুখী প্রতিভাবান ব্যক্তিত্বকে সম্মান জানাতে পেরে আমরা গর্বিত। তিনি শুধু রাজনীতির বিশ্লেষক নন, তিনি রাজনীতির ভাগ্যাকাশের সঠিক গণনাকারী।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতা অধ্যাপক ড. মোহাম্মদ মেজবাউল ইসলাম, প্রফেসর ফরহাদ হোসেন, বাংলাদেশ পেশাজীবী সাংবাদিক ফোরামের সভাপতি কাজী শরিফুল ইসলাম শাকিল এবং সাধারণ সম্পাদক রোমান আকন্দ, ব্যবসায়ী দ্বীন মোহাম্মদ, কবি রুখসানা বিলকিস, নয়াকাল সম্পাদক ফখরুল ইসলাম, গফরগাঁও পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট কায়সার আহমেদ, অধ্যাপক ডক্টর তানভীর ফিত্তীন আবির, লুৎফর রহমান পলাশ, সিলেট বিভাগের শ্রেষ্ঠ জয়িতা এবং শহীদ আবু সাঈদ বিগ্রেড এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য পারভিন আক্তার, শহীদ আবু সায়ীদ ব্রিগেড এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য মেহরাজ, সাবে সাবেক যুগ্ম সচিব এবং শিক্ষক মুখলেছুর রহমান খান এবং আরও অনেকে। অনুষ্ঠানের শেষাংশে অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে সম্মান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী ফারহান উদ্দিন একটি রবীন্দ্রসংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন পিবজা’র সহ-সভাপতি এবং ব্রডকাস্ট জার্নালিজম স্টাডিজ অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. দিপু সিদ্দিকী ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin