স্টাফ রিপোর্টার ঃ
আজ ১৫ নভেম্বর শুক্রবার কলমাকান্দা উপজেলা র পাচগাও গ্রামে জাতি র রক্ষা বিষয়ক সেমিনার মানবতার ফেরিওয়ালা অন্তর হাজং এর আয়োজনে সেমিনারে অংশগ্রহণ করেন গ্রামের বয়স্ক থেকে শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ।
অন্তর হাজং বলেন আমরা কঠিন সময় পার করছি কর্মহীন শত শত যুব সমাজ দিশেহারা সরকারের আমাদের প্রতি কোন সু নজর নেই পাহাড় থেকে লাকড়ি সংগ্রহ সহ দিন মজুর করে কোন মতে সংসার চলছে আমাদের সরকারের প্রতি আমাদের দাবী হাজংদের প্রতি সুদৃষ্টি দেওয়ার জন্য তা নাহলে আমাদের জাতি বিলুপ্ত হয়ে যাবে। এতে আরও আলোচনা করেন গ্রামের মুরুব্বি বৃন্দ আলোচনা শেষে প্রত্যেক কে গীতা বই উপহার প্রদান করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।