আন্তর্জাতিক ডেস্ক:
কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিধসে একটি চলন্ত বাস চাপা পড়ে অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে ৯ জনকে। রোববার (৪ নভেম্বর) রিসারালদা প্রদেশে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
সোমবার (৫ ডিসেম্বর) দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে এ তথ্য। গত দু’দিনে রাজধানী বোগোতা থেকে উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশটির দু’টি গ্রামে ভূমিধসের ঘটনা ঘটে। এতে ঘরবাড়ির ছাড়াও বিধ্বস্ত হয়েছে রাস্তাঘাট। টানা ভারি বৃষ্টির কারণেই এই দুর্যোগ বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
হতাহতের ঘটনায় শোক জানিয়ে টুইট করেছেন দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। চলতি বছর অস্বাভাবিক বৃষ্টিপাত দেখছে কলম্বিয়া। বৃষ্টি-বন্যার জেরে এ বছর প্রাণ গেছে ২১৬ জনের। গৃহহীন হয়েছে ৫ লাখ ৩৮ হাজার মানুষ।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.