অনলাইন ডেস্ক: ভারতের আলেম মাওলানা সাদ কান্ধলভীকে টঙ্গীর তুরাগ নদের তীরের বিশ্ব ইজতেমায় আসতে দেওয়ার দাবিতে কাকরাইল মসজিদের সামনের সড়কে অবস্থান নিয়েছেন তার অনুসারীরা। মঙ্গলবার সকালে প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে যাত্রা করলেও পুলিশের বাধার মুখে তারা কাকরাইল মসজিদের সামনের অবস্থান নেন। এর ফলে ওই এলাকার প্রতিটি সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
কাকরাইল মসজিদের সামনে অবস্থান করা কয়েকজন জানান, ইজতেমার দ্বিতীয় পর্বে মাওলানা সাদ কান্ধলভীর উপস্থিতি চান তারা। সাদকে যেন অনুমতি দেওয়া হয়, সেই দাবিতে সকালে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু পুলিশের বাধার মুখে পড়ে সড়কে অবস্থান নেন। অনুসারীদের অবস্থান ঘিরে সতর্ক অবস্থানে আছে পুলিশ।