প্রিন্ট এর তারিখঃ মে ১৩, ২০২৫, ৩:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১, ২০২৩, ৪:৪০ পি.এম
কাচামরিচ প্রতি কেজি আটশত টাকা

ফরিদপুর প্রতিনিধি।
ফরিদপুরে আজ শনিবার টেপাখোলা বাজার সহ অন্যআন্য বাজারে কাচা মরিচ বিক্রি হয়েছে আট শত টাকা কেজি ধরে।সকালে বাজারে কাচা মরিচ কিনতে
গিয়ে দেখা যায় এ অবস্থা। বাজারে গিয়ে হিমশিম খাচ্ছে অনেক। আবার অনেক মরিচ না কিনেই বাড়ি ফিরছে।
শুধু কাচা মরিচ একা নয় প্রতিটি খাদ্য সংষ্টিতা তা পন্যর দাম অতিরিক্ত হারে বৃদ্ধি পেয়েছে।
ক্ষোভ প্রকাশ করে জামন নামে এক ব্যাক্তি জানান ডিজিটাল টালে আমাদের প্রতিবাদ করা বন্ধ করে দিয়েছে। কারন জানতে চাইলে জামান জানান আমাদের চেয়ে বেশি আপনারা জানেন আপনারা সাংবাদিক।
মোসলেম.কামাল হোসেন গংরা বাজার করতে আশা তারা জানান সিন্ডিকেট ব্যবসায়িরা এ কাজ গুলো করে থাকে আর ত্রদের সহযোগিতা করে প্রভাবশালী রাজনৈতিক নেতারা। তারা ও একই কথা ডিজিটাল প্রত্যাহার করেন দেখেন চব্বিশ ঘন্টার মধ্যে বাজার নিয়ন্ত্রণ করে দিবো.ইচ্ছা থাকলে ও পারিনা প্রতিবাদ করতে রাস্তায় নাম তার পর
কোন মামলার জেলে যাবো বলা যাঋ না।জেলে গেলে আমার সংসার দেখবে কে। আমার সংসার তো না খেয়ে মরবে। আরা আরো বলেন দ্রব্য
মূল্য দাম বাড়ার জন্য বাজার কর্মকর্তা কে দায়ী করলেন।
বাজারের খুরচা বিক্রেতারা জানান
আমরা আড়ৎ মালিকদের নিকট জিম্মি। তার যেভাবে মূল্য নির্ধারণ করে দিবে আমারা সেভাবে খুরচা মরিচ সহ অন্যআন্য মালামাল বিক্রি
করে থাকি।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.