সোহেল কবির, স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের রূপগঞ্জে কয়েকটি ইউনিয়ন ও দুটি পৌরসভা নিয়ে গঠিত রূপগঞ্জ উপজেলা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির সাহেবের আস্থাভাজন ব্যক্তি কাঞ্চনের কৃতি সন্তান তরুণ প্রজন্মের আইডল সানাউল্লাহ মান্নান সানি কাঞ্চন পৌরসভা বিএনপির সাবেক ছাত্রদল সিনিয়র সহ-সভাপতি ও সফল ব্যবসায়ী সানাউল্লাহ মান্নান সানি কাঞ্চন পৌর হাজারো সাধারন জনগনের বিশ্বাসের আস্থার ও ভালোবাসার স্থান । মোঃ সানাউল্লাহ মান্নান সানি বলেন ফ্যাসিবাদি আওয়ামীলীগ দেশ থেকে বিতারিত হওয়ার পর কাঞ্চন পৌরসভা থেকে মাদক, সন্ত্রাস, চাদাবাজ, চুরি ডাকাতি, ছিনতাই সহ সকল প্রকার অন্যায় অত্যাচার অধিকাংশই কমে গেছে, সামনে আরো ইনশাল্লাহ একেবারেই থাকবে না। সকলের দোয়া ও ভালোবাসায় আমি যদি কাঞ্চন পৌরসভার দায়িত্ব পাই তাহলে পৌরসভা থেকে সকল প্রকার অন্যায় কাজ নির্মূল করবো ইনশাআল্লাহ।
সাংবাদিকরা পৌরসভায় সরেজমিনে গিয়ে সাধারন জনগনের সাথে কথা বললে তারা বলেন সানাউল্লাহ মান্নান সানি ভাই ভালো মনের মানুষ তিনিই একমাত্র আমাদের পৌর মেয়র হবার যোগ্য সব সময় আমাদের বিপদে আপদের পাশে পাই সানি ভাইকে। এবং আমাদের কাঞ্চন পৌরসভার সাধারণ জনগনের সুখে দুঃখে সব সময় তাকে পাওয়া যাবে এবং সানি ভাই আওয়ামী লীগের আমলে সবচেয়ে অত্যাচারিত ও নির্যাতিত ব্যক্তি ছিলেন। সানাউল্লাহ মান্নান সানি বলেন এই ফ্যাসিবাদী আওয়ামীলীগ দোসরদের আমলে বহু মিথ্যা ষড়যন্ত্রমুলক মামলায় জর্জরিত ছিলাম এবং আমার বিরুদ্ধে নারায়ণগঞ্জসহ রূপগঞ্জ থানায় প্রায় ৮ – ১০ টি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা রানিং রয়েছে, শুধু এই মামলাগুলো দেওয়ার কারণ হলো আমি সানাউল্লা বান্নান সানি জিয়ার আদর্শের রাজনীতি করি বলে, বেগম খালেদা জিয়ার আদর্শের রাজনীতি করি বলে, তারেক রহমানের আদর্শের রাজনীতি করি বলে বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনিরসাহেবের আদর্শের রাজনীতি করি বলেই
আমার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে থাকেন য্যাসিবাদী আওয়ামী লীগের দোসররা। এবং আমি বিএনপি করি বলে বিগত ১৭ বছরে ফ্যাসিবাদী আওয়ামী লীগের পেতাত্মারা কয়েক দফা আমার বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করে লুটপাট করে টাকা পয়সা স্বর্ণালংকার প্রয়োজনীয় জিনিস পত্র নিয়ে যায়। পরি শেষে সানাউল্লাহ মান্নান সানি বলেন আমার দল বিএনপি বিগত আমলে ছাত্রদলের ছিলাম আমি সামনে কাঞ্চন পৌরবাসী পাশে থাকতে চাই ইনশাল্লাহ থাকবো সাথে থেকে পৌরবাসী সেভা মাদকমুক্ত ও মডেলটাউন হিসেবে পরিণত করতে চাই যদি কাঞ্চন পৌরসভার জনগণ চায় আমাকে আমি অবশ্যই পৌর মেয়র হিসেবে নির্বাচন করব ইনশাল্লাহ আমি সানাউল্লাহ মান্নানসানি ।