প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৫, ২:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২২, ৬:১৬ পি.এম
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ০৪ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

আব্দুর রউফ ভূঁইয়া: বিশেষ প্রতিনিধি
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সাড়ে ৪ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পাকুন্দিয়া থানার পুলিশ।সোমবার (১৯ ডিসেম্বর) ভোরে উপ জেলার বটতলা ও কাওয়ালীকান্দা এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে এক নারীসহ মোট ০৩ জন মাদক ব্যবসায়ীদের কে আটক করেছে পাকুন্দিয়া থানা পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন উপ জেলার বটতলা নরপতি গ্রামের মতিউর রহমানের স্ত্রী সুফিয়া (৬০), কাওয়ালীকান্দা গ্রামের মৃত ইছব আলীর ছেলে রাজিব মিয়া (৩৪) ও করিমগঞ্জ উপজেলা সদরের আয়লা গ্রামের কফিল উদ্দিন ছেলে মো. রফিক (২৩)।
পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে পাকুন্দিয়া থানার এসআই কাজী ফয়েজুর রহমানের নেতৃত্বে ভোরে বটতলা নরপতি গ্রামে অভিযান চালিয়ে সুফিয়ার বাড়ি থেকে ৪ কেজি গাঁজাসহ তাকে আটক করে পুলিশ।
অপর ঘটনায় এসআই মহাসিন হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ কাওয়ালীকান্দা গ্রাম থেকে মো. রাজিব মিয়া ও রফিককে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা রুজু করা হয়েছে।
কিশোরগঞ্জ জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের আটকের বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.