আবদুর রউফ ভূঁইয়া : জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ পৌর শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত আলোচিত পাগলা মসজিদের ৯টি লোহার দানবাক্স খুলে এবার পাওয়া গেছে ২৮ বস্তা টাকা।এগুলোর গননা চলছে এ মুহূর্তে।প্রতি ৩ মাস অন্তর অন্তর দানবাক্সগুলো খোলা হয়। তবে এবার দানবাক্সগুলো খোলা হয়েছে ৪ মাস পর। শনিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৮টায় সেনাবাহিনীর বিগ্রেডিয়ার জেনারেল মোঃ তরিকুল ইসলাম,কিশোরগঞ্জের জেলা প্রশাসক আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের উপস্থিতে ৯টি দানবাক্স ও একটি ট্যাঙ্ক খুলে ২৮ বস্তা টাকা পাওয়া গেছে। সাথে পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গয়না।
এখন চলছে গণনার কাজ।গননা শেষে বলা যাবে টাকার পরিমাণ। গণনার কাজে অংশ নিয়েছেন জেলা প্রশাসনের কর্মী ছাড়া ও মাদ্রাসার ২৪৫ জন ছাত্র,৫০ জন ব্যাংক কর্মী,৩৪ জন মসজিদ কমিটির এবং আইন শৃঙ্খলা বাহিনীর ১০ জন সদস্য। কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, এবার আমরা ৩ মাস ২৭ দিন পর দানবাক্স খুলে এবার রেকর্ড ২৮ বস্তা টাকা পাওয়া যায়।