আজ মঙ্গলবার ২৯ নভেম্বর বেলা সাড়ে বারোটায় কিশোরগঞ্জ জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে সরকারি ও বেসরকারি ৮১টি দপ্তরের অংশগ্রহণে এ মেলার উদ্বোধন করা হয়।
উক্ত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক।
উক্ত অনুষ্ঠানে কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম(বার) , সিভিল সার্জন ডাঃ সাইফুল ইসলাম, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক তার বক্তব্যে বলেন, বর্তমান ডিজিটাল যুগে দেশের সবকিছুই জিরো পেপারে চলে আসতে আর বেশি সময় দেরি নাই। কারণ করোনা আমাদের দেখিয়েছে কিভাবে ঘরে বসে ডলার আয় করা যায়, স্কুল কলেজে না গিয়েও কিভাবে লেখাপড়া চালানো যায়। তাছাড়া ঘরে বসেই তথ্য প্রযুক্তির মাধ্যমে সবকিছু করা যায়। এটা সত্যি যে, এখন ঘরে বসেই এখন কার ছেলে মেয়েরা ডলার আয় করছে। এমনকি হাওরের প্রত্যন্ত অঞ্চলের ছেলে মেয়েরাও ডলার আয় করছে।
তবে তথ্যপ্রযুক্তির ডিজিটাল প্রক্রিয়ার ভাল ও খারাপ দুটি দিকই রয়েছে, আমরা ভালোটা গ্রহণ করব খারাপটা বর্জন করব। আর আমাদের ছেলেমেয়েরা যদি বিজ্ঞান মনস্ক হয়ে বড় হয় তাহলে আমাদের কল্যাণ হবে, আর যদি উল্টো পথে চলে তাহলে সর্বনাশ। এদিকেও আমাদের খেয়াল রাখতে হবে এদের রশি হাতছাড়া করা যাবেনা।
সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক আরো বলেন, আমাদের যে বিশাল জনগোষ্ঠি রয়েছে তাদেরকে যদি ডিজিটালি কাজে লাগানো যায় তবে সেই বিশাল জনগোষ্ঠিই মানবসম্পদে পরিণত হবে। আমাদের দেশের মানুষের মনোবৃত্তি শুধু এম.এ পাস করা, ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া এই মনমানসিকতা পরিবর্তন করে মেধাবীদের গবেষণামূলক কাজে আর মেধায় পিছিয়ে পড়া ছেলে মেয়েদেরকে অবশ্যই কারিগারি শিক্ষায় শিক্ষিত করতে হবে।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে, প্রথমে স্বাগত বক্তব্য রাখেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা খানম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার মোছাঃ নাবিলা ফেরদৌস।
অনুষ্ঠানের আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিগণ বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন ও স্টল পরিদর্শন করেন।
মেলায় সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে বিশেষ করে পাসপোর্ট আঞ্চলিক কার্যালয় , কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টি টি সি), বিআরটিএ কিশোরগঞ্জ, জেলা কর্মসংস্থান ও কর্মশক্তি অফিস, ভূমি প্রশাসন, পোস্ট অফিস, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র ও ব্যাংক সমূহসহ তাদের স্টলে ডিজিটালাইস্ট প্রদর্শন করে।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.