প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৫, ৬:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২২, ৭:১০ পি.এম
কিশোরগঞ্জে বুদ্ধিজীবী হত্যার বিচারের দাবীতে মানববন্ধন

আব্দুর রউফ ভূঁইয়া: বিশেষ প্রতিনিধি
শহীদ বুদ্ধিজীবী হত্যার বিচারের রায় অবিলম্বে কার্যকর করার দাবিতে কিশোরগঞ্জ প্রেসক্লাবের ব্যানারে মানববন্ধন করেছে সাংবাদিকবৃন্দ।
আজ বুধবার (১৪ ডিসেম্বর) সকালে শহরের আখরা বাজারস্থ শহীদ সৈয়দ নজরুল চত্বরের সামনে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল গণি, কিশোরগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক লুৎফর রশিদ রানা, সদস্য সচিব মনোয়ার হোসাইন রনী, সাবেক সভাপতি একে নাসিম খান, সাবেক সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সদস্য চৌধুরী জুয়েল সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। বাঙালি জাতির ইতিহাসে সবচেয়ে বেদনাদায়ক দিন। এই দিনে বাঙালি জাতি তাদের শ্রেষ্ঠ সন্তানদের হারিয়ে ছিলো। একাত্তরের মুক্তিযুদ্ধের সূচনা ও সমাপ্তি লগ্নে পাকিস্তানী বাহিনী এবং তাদের এ দেশীয় দোসরদের হাতে নির্মমভাবে নিহত হয়ে ছিলেন অনেক দেশবরেণ্য বুদ্ধিজীবী।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.