আব্দুর রউফ ভূঁইয়া: বিশেষ প্রতিনিধি
কিশোরগঞ্জে দেশীয় তৈরীপাইপগানসহ এক কিশোরকে আটক করেছে র্যাব। গত রোববার (৮ জানুয়ারি) রাত ৮টার দিকে শহরের গৌরাঙ্গ বাজারের সৈয়দ আশরাফুল ইসলাম পৌর শিশু পার্ক সংলগ্ন নিউ মার্কেট এলাকা থেকে তাকে আটক করে র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল।
রোববার (৮ জানুয়ারি) দিনগত রাতে কিশোরগঞ্জ র্যাব ক্যাম্প থেকে এই তথ্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংবাদ মাধ্যম কে জানানো হয়।
আটক অস্ত্রধারী যুবকের নাম মো. তারেকুল ইসলাম রুবেল (১৯) কিশোরগঞ্জ সদর উপজেলার সেওড়া কড়িয়াইল এলাকার আব্দুল হাইয়ের ছেলে। বর্তমানে তিনি মনিপুরঘাট এলাকায় বসবাস করতেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে, জেলা শহরের গৌরাঙ্গ বাজার এলাকায় একজন লোক দেশীয় অস্ত্রসহ অবস্থান করছেন। এ তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য ওই অস্ত্রধারীর ওপর র্যাবের নিরবচ্ছিন্ন গোয়েন্দা নজরদারি চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়ায়
এরই প্রেক্ষিতে রোববার (৮ জানুয়ারি) দিনগত রাত ৮টার দিকে গৌরাঙ্গ বাজারের সৈয়দ আশরাফুল ইসলাম পৌরপার্ক সংলগ্ন নিউমার্কেট এলাকায় অভিযান পরিচালনা করেন র্যাব সদস্যরা। এ সময় অস্ত্রধারী মো. তারেকুল ইসলাম রুবেলকে আটক করা হয়। পরে তার কাছ থেকে দেশীয় তৈরী একটি পাইপগান উদ্ধার করে জব্দ করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে আটক অস্ত্রধারী মো. তারেকুল ইসলাম রুবেল (১৯) এলাকায় প্রভাব বিস্তার করার জন্য অস্ত্র নিজ হেফাজতে রেখেছিল বলে স্বীকার করেন।
র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান সংবাদ মাধ্যম কে জানান, অভিযানে আটকের পর অস্ত্রধারী মো. তারেকুল ইসলাম রুবেল (১৯) এর বিরুদ্ধে অস্ত্র আইনে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।