বিশেষ দ্রষ্টব্য : নিজের ব্যক্তিগত মতামত
কথা ছিল গত ১৫ বছর ধরে রাজনীতি ও গণতন্ত্র নিয়ন্ত্রণের কারণে যা বলা যায়নি, তা গ্রামে গ্রামে সভা করে জনগণকে বলা। এ সময়ে বিগত সরকার কী কী ফ্যাসিস্ট আচরণ করেছে, কী দুর্নীতি-অনিয়ম করেছে, তা প্রমাণ সহ ভোটারদের নজরে আনা; বিগত সরকার পতনে জনগণের কী কী সুবিধা হলো, দ্রব্যমূল্যের দাম কতটুকু কমলো, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারি বন্ধ করা গেল কিনা, সিন্ডিকেট করে জনস্বার্থ বিনষ্ট করা বন্ধ হলো কিনা—তা জনগণকে জানানো; ডিজিটাল নিরাপত্তা আইনের কারণে যা প্রকাশ করা যায়নি, তা সংবাদ মাধ্যমে প্রকাশ করা। প্রয়োজন ছিল বিগত ১৫ বছরে আন্দোলনকারী দলসমূহ ও 'জুলাই যোদ্ধাদের' কঠিন ঐক্য সৃষ্টি করে অন্যায়-অবিচারের বিরুদ্ধে তীব্র গণ-প্রতিরোধ গড়ে তোলা, বিগত সরকারের পতনের সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়া।
কথা ছিল বর্তমান সময়ে বাংলাদেশের বড় দল 'বাংলাদেশ জাতীয়তাবাদী দল' (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, অন্তর্বর্তীকালীন সরকার, ড. ইউনুস, ধর্মীয় নেতৃবৃন্দ, তারুণ্যের নেতৃত্ব, সিভিল প্রশাসন, আমাদের গর্বিত সেনাবাহিনী সহ অপরাপর রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের সক্রিয় সহযোগিতায় একটি আগাম সুশাসন প্রতিষ্ঠা করে একটি অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা।
গত এক বছরে তা হয়নি বলে নানান সংকট সামনে আসছে। উপরন্তু ক্ষমতার আধিপত্য বজায় রাখতে, দলীয় মনোনয়ন পেতে, নিজ নিজ দলের আদর্শ প্রতিষ্ঠিত করতে 'নিজেরা নিজেরা কামড়াকামড়ি করে' আজ বিপ্লব ব্যর্থ হতে চলেছে। জনগণ আশাহত হচ্ছে, কেউ কেউ 'আগেও ভালো ছিলাম' বলার সুযোগ পাচ্ছে। অদৃশ্য শক্তি মাথা চাড়া দিয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত হতে পারছে। লাখো শহীদের রক্তে কেনা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও 'জুলাই বিপ্লবের' আকাঙ্ক্ষা হুমকির মধ্যে পড়ছে। আমাদের অনৈক্যের কারণে বিদেশীরা হস্তক্ষেপ করার সুযোগ পাচ্ছে। জাতিসংঘের মহাসচিব দেশে ঘুরে গেলেও রোহিঙ্গা সমস্যার সমাধান হয়নি। বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ৩১ দফা ছিল বিগত ১৫ বছরে আন্দোলনকারী রাজনৈতিক দলগুলোর সমন্বিত দফা। তার সাথে যোগ হয়েছিল বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা। গত এক বছরে শুধুমাত্র এই দফাগুলো বাস্তবায়নের উদ্যোগ নিলে দেশ পরিবর্তন হয়ে যেত। নিজেদের মধ্যে বিশ্বাস অটুট থাকলে নতুন কোনো ঘোষণাপত্রের প্রয়োজন হতো না। নতুন সরকার এসে নতুন উদ্যমে জনগণের কাঙ্ক্ষিত নতুন বাংলাদেশ গড়ার নিশ্চিন্ত, নিরাপদ সুযোগ পেত।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.