প্রিন্ট এর তারিখঃ মে ১৫, ২০২৫, ৯:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৯, ২০২৩, ১:২৫ পি.এম
কুষ্টিয়ায় ছাত্রলীগের আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন

মোঃ জিয়াউর রহমান, নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়া
কুষ্টিয়ায় জেলা ছাত্রলীগের আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ই আগস্ট সকল শহীদ স্মরণ গত রবিবার বিকেল ৪টার সময় কুষ্টিয়া পবালিক লাইব্রেরী মুক্তমঞ্চে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের আয়োজনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আতিকুর রহমান অনিক। পরিচালনা করেন সাধারন সম্পাদক শেখ হাফিজ চ্যালেন্জ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সদর উদ্দিন খান, সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আজগর আলী, সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রবিউল ইসলাম, দৌলতপুর আসনের সংসদ সদস্য সরওয়ার জাহান বাদশাহ, কুমারখালি-খোকসা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা প্রমুখ। এ সময় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.