মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়াঃ
কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে আব্দুর রশীদ (৩৭) সনামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সাতটার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রশীদ কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার উজানগ্রাম ইউনিয়নের গজনবীপুর গ্রামের মৃত্য তক্কেল মন্ডলের ছেলে। সে সদর থানা সেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক।
ঘটনাস্থলে আশপাশের লোকজন জানান, সন্ধ্যায় রেললাইনের মাঝখান দিয়ে হেঁটে মজমপুর গেট থেকে কুষ্টিয়া কোট স্টেশনের দিকে যাচ্ছিল এমন সময় পিছন দিক থেকে টুঙ্গিপাড়ায় এক্সপ্রেস ট্রেন এসে পড়লে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পোড়াদহ রেলওয়ে থানার উপ পুলিশ পরিদর্শক জাকারিয়া জানান আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক জনের মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে থেকে নিহতের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে রেল পুলিশ ।