মোঃ জিয়াউর রহমান, নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়া
কুষ্টিয়ার কুমারখালীতে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত হয়েছেন। বুধবার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের আলাউদ্দিননগর কালুরমোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলার ঝাউডাঙ্গা ছয়ঘরিয়া গ্রামের শামসুল আলমের ছেলে মিয়া শাহীন (৪১) ও একই উপজেলার নাস্তিপুর গ্রামের ছালাম খাজলীর ছেলে ইকরামুল (৩২)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, আলাউদ্দিননগর কালুরমোড়ে স্যালো ইঞ্জিন চালিত দ্রুতগামী নসিমনের সাথে কুষ্টিয়া গামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মোটরসাইকেলের চালক মিয়া শাহীন নসিমনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত মোটরসাইকেল আরোহী ইকরামুলকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে এবং নসিমন গাড়িটি আটক করা হয়েছে। পরে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।