মোঃ জিয়াউর রহমান,, নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়া
কুষ্টিয়ায় বিজিবি’র অভিযানে ইউএস ডলারসহ মো. সুজন মাহমুদ (৩৫) নামে একজন বাংলাদেশি নাগরিক আটক হয়েছে।
গত ২ আগস্ট, বুধবার অপরাহ্ণে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুরে কুষ্টিয়াগামী গাড়িতে অভিযান চালিয়ে ৫৪১টি ইউএস ডলারসহ তাকে আটক করা হয়।
মো. সুজন মাহমুদের বাড়ি ঢাকার ধামরাই উপজেলার বড়যেটাইল গ্রামে।
বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কুষ্টিয়াস্থ ৪৭ বিজিবি ব্যাটালিয়ন এর দায়িত্বপূর্ণ মিরপুর উপজেলার মেহেরপুর-কুষ্টিয়া হাইওয়ের উপর মেহেরপুর হতে ছেড়ে আসা কুষ্টিয়াগামী একটি গাড়িতে বিজিবি’র টহল দল চোরাচালান বিরোধী অভিযান চালায়।
এসময় ৫৪১টি ইউএস ডলার যার প্রতিটি ১০০ইউএস ডলারের নোট হিসেবে মোট ৫৪হাজার ১০০ইউএস ডলারসহ মো. সুজন মাহমুদকে আটক করা হয়।
এছাড়াও তার নিকট হতে বাংলাদেশি ৫হাজার ৫৫০টাকা এবং ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরবর্তীতে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে বিজিবি সূত্র নিশ্চিত করেছে
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.