মোঃ জিয়াউর রহমান, নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়া
কুষ্টিয়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে টিটু (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ১৬ আগস্ট, বুধবার রাতে শহরের থানাপাড়া এলাকার নিজ বাসায় বিদ্যুৎ লাইনের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। সে একই এলাকার মৃত সেলিমের ছেলে।
প্রতিবেশীরা জানান, টিটুর সন্তান সম্ভবা স্ত্রী মায়ের বাড়িতে যাওয়ার সময় ঘরের ফ্যানের সুইচ অন রেখে যায়। বুধবার রাতে টিটু বাড়িতে ফিরে ঘরে ফ্যান ঘুরতে দেখে তা বন্ধ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়।
১৭ আগস্ট, বৃহস্পতিবার দুপুরে টিটুর সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীরা ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে তার মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর খন্দকার মাজেদুল হক ধীমান জানান, বিদ্যুতায়িত হয়ে টিটু মারা গেছে শুনে ঘটনাস্থলে এসেছি। পুলিশকে খবর দেয়া হয়েছে। তারা তদন্তপূর্বক ব্যবস্থা নিবেন।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.