প্রিন্ট এর তারিখঃ মে ১২, ২০২৫, ৮:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৬, ২০২৩, ৪:০৬ পি.এম
কুষ্টিয়ায় সাংবাদিক নাদিম হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

মোঃ জিয়াউর রহমান, নিজস্ব প্রতিবেদক কুষ্টিয়া
৭১ টিভি ও দৈনিক বাংলানিউজ টোয়েন্টিফোরের সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে ও হত্যার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৬ জুন, শুক্রবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে সর্বস্তরের সাংবাদিকদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি গোলম মওলা, কোষাধক্ষ্য এম লিটন উজ জামান, বাংলাভিশনের কুষ্টিয়া প্রতিনিধি হাসান আলী, নিউজ টুয়েন্টিফোরের ষ্টাফ রিপোর্টার জাহিদুজ্জামান, চ্যানেল টুয়েন্টিফোরের ষ্টাফ রিপোর্টার শরীফ বিশ্বাস, সময় টিভির জেলা প্রতিনিধি এস এম রাশেদ, দৈনিক সাগরখালী পত্রিকার প্রকাশক ও সম্পাদক মহাম্মদ আলী জোয়ার্দ্দার, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি দেবেশ চন্দ্র সরকার, মানবজমিনের কুষ্টিয়া প্রতিনিধি দেলোয়ার মানিক, মিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন ও বাংলানিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি জাহিদ হাসান প্রমুখ।
মানববন্ধনে সাংবাদিকরা জামালপুরের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জানান।
উল্লেখ্য, গত বুধবার (১৪ জুন) রাতে পেশাগত দায়িত্বপালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় পৌঁছালে সন্ত্রাসীরা নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। বহস্পতিবার (১৫ জুন) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.