প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৫, ১১:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৪, ২০২৫, ২:৫৮ পি.এম
কুষ্টিয়ায় বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-বোমা উদ্ধার

মোঃ জিয়াউর রহমান স্টাফ রিপোর্টার:
কুষ্টিয়ার মিরপুরে সেনাবাহিনীর অভিযানে স্থানীয় বিএনপির এক নেতার বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শুটার, দুই রাউন্ড গুলি ও একটি বোমা উদ্ধার হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) সকালে কুষ্টিয়া সেনা ক্যাম্প এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়- গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত গভীর রাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর এ বুলবুলের বাড়িতে অভিযান চালানো হয়।
এ সময় তার বাড়ির ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শুটার, দুই রাউন্ড গুলি ও একটি বোমা উদ্ধার করা হয়।
তবে অভিযানের সময় নুর এ বুলবুল বাড়িতে ছিলেন না। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও বোমা মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মিরপুর থানায় মামলা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2025 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.